নিজস্ব সংবাদদাতা,সুতি, ২২শে নভেম্বর : সুতি থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সুতির নয়া বাহাদুরপুর এলাকা থেকে ৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে, জানাগিয়েছে ঐ বাংলাদেশিরা এই দেশে আসে গরু পাচারের উদেশ্যে তাদের কাছে থেকে ১৫ টি গরু উদ্ধার করেছে সুতি থানার পুলিশ, ঐ ৬ জন বাংলাদেশিদের বাড়ি বাংলাদেশের চাপাইনবাবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর গত।
পুলিশ সুত্রে খবর বেশ কিছু দিন থেকেই এই দেশে বেশ কিছু বাংলাদেশিরা আসে এবং এই দেশে বসবাস করতে শুরু করেছে, সুতির পুলিশ বর্ডার এলাকা গুলিতে চালাচ্ছে তল্লাশি, গ্রেপ্তার করা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের।