নিজস্ব সংবাদদাতা,ভরতপুর, ২৬শে নভেম্বর : মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত আঙ্গারপুর গ্রামে শাজু সেখের বাড়ি থেকে চার কন্টেনার ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আঙ্গারপুর গ্রামে সোমবার দুপুরে চার কন্টেনার ভর্তি প্রায় চল্লিশ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বাড়ির বাথরুম থেকে এই বোমা উদ্ধার করে পুলিশ। যদিও এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হইনি বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভরতপুর থানার পুলিশ