মুর্শিদাবাদ জেলা দুগ্ধ উৎপাদন সঙ্গের প্রতিবাদ সভায় সামিল হলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

ভাগীরথী কো অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ান লিমিটেড এর সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলেন মুর্শিদাবাদ জেলা দুগ্ধ উৎপাদন সঙ্গ.। শনিবার দুপুরে এই বিষয়ে প্রতিবাদ সভায় সামিল হলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী,

, দুধের দাম বৃদ্ধি ও পুজোর বোনাস সহ মোট ১২ দফা দাবিতে এদিন ভারিরথী স্পেশাল অফিসারকে একটি ডেপুটেশনও দেন।পাশাপাশি এদিন প্রতিবাদ সভারও আয়োজন করা হয় । এই সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, বিধায়ক মনোজ চক্রবর্তী সহ কংগ্রেসের নেতৃত্বরা। এখানেই রাজ্য সরকারকে করা ভাষায় অধীর চৌধুরী আক্রমণ করেন এবং বলেন ক্লাবের জন্য না চাইতে টাকা চলে আসে এবং দুগ্ধ চাষিদের জন্য অর্থ দেওয়া হয় না। তিনি আরও জানায় আজকের পরে কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে দুগ্ধ চাষিদের পক্ষ থেকে।
বাইট- অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুর সাংসদ