মুর্শিদাবাদ জেলা সুপারের অনুপ্রেরণায় নবরূপে সজ্জিত শক্তিপুর থানার শুভ উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার

0
122

নিজস্ব সংবাদদাতা,শক্তিপুর, ২৩শে নভেম্বর : মুর্শিদাবাদ জেলা সুপারের অনুপ্রেরণায় নবরূপে সজ্জিত শক্তিপুর থানা তথা নবনির্মিত জিমঘর,শিশুউদ্যান এর শুভ উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার l
এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ ।এছাড়া ও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,সদর শ্রী অনেশ সরকার,সদর মহকুমা শাসক শ্রী দীপাঞ্জন মুখোপাধ্যায় ডেপুটি পুলিশ সুপার শ্রী জীবনেশ রায় , বেলডাঙ্গা২ বিডিও শ্রী সমীর রঞ্জন মান্না সহ সমাজের বিশিষ্টজনেরা।