মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দালালচক্রের টিম গ্রেপ্তার। বহরমপুর থানার পুলিস সোমবার ও মঙ্গলবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তল্লাশি চালিয়ে দালালচক্রে জড়িত প্রায় ১৫জনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য বেশ কিছুদিন ধরে হাসপাতালে দূরদূরান্ত থেকে ডাক্তার দেখাতে আসা রোগীরা আউটডোরের মাত্র ২টাকার টিকিট দালাল চক্রের হাতে পড়ে ২০০টাকায় কিনছিল। এছাড়াও মোটা টাকার বিনিময়ে তাড়াতাড়ি চিকিৎসার সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও আসছিল। ভুরিভুরি অভিযোগ আসার ফলে বহরমপুর থানার পুলিস নড়েচড়ে বসে। সোমবার ও মঙ্গলবার বহরমপুর থানার পুলিস সাধারন পোষাকে দফায় দফায় তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত প্রায় ১৫জনকে গ্রেপ্তার করেছে। ফলে চিকিৎসা করাতে আসা রোগীরা দালাচক্রের হাত থেকে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচার সুযোগ পাবে বলে মনে করে তারা। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে বলে পুলিস সূত্রে খবর।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দালালচক্রের টিম গ্রেপ্তার
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দালালচক্রের টিম গ্রেপ্তার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram