মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকান্ড

0
207

নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ২০শে নভেম্বর :মঙ্গলবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন নম্বর ওয়ার্ডে হঠাৎ অগ্নিকান্ড আতঙ্ক সৃষ্টি হয়।

এক রোগী রোকমান সর্দার অভিযোগ করে বলেন, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পুরুষ বিভাগে তিন নং ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার যে পাইপ লাইন গেছে সেই পাইপলাইন একটু লিক ছিল তখন একজন রোগী ধুমপান করার জন্য দেশলাই জ্বালতেই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং তিন নং ওয়ার্ডে কালো ধোঁয়া তেই ঢেকে যায় ঘটনার জেরে দমকল একটি ইঞ্জিন কে খবর দেওয়া হলে দমকল একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।