মিরাট – দিন কয়েক আগেই খবরে এসেছিল মিরাটের বহুল আলোচিত সৌরভ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মুসকান রাস্তোগি গর্ভবতী। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন কারা কর্তৃপক্ষ। জেলের মধ্যেই তাঁর গর্ভাবস্থার পরীক্ষা করা হয়েছিল। সেখানেই প্রমাণিত হয় তিনি গর্ভবতী। এছাড়াও শুক্রবার মুসকানকে জেল থেকে বের করে সরাসরি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।সেখানে তাঁর আলট্রাসোনোগ্রাফি এবং অন্যান্য চেকআপ করানো হয়। যার জন্যে প্রায় দুই ঘন্টা সময় লাগে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মুসকানকে হাসপাতাল থেকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়। আলট্রাসোনোগ্রাফিতে মুসকানের গর্ভাবস্থা নিশ্চিত করা হয়েছে। এখন থেকে মুসকানকে গর্ভবতী মহিলার মতো কারাগারে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। জানা গিয়েছে, মুসকানের গর্ভাবস্থার বয়স মাত্র ৫ থেকে ৬ সপ্তাহ। আসলে কয়েকদিন আগে জেলে মুসকানের স্বাস্থ্যের অবনতি ঘটলে জেল কর্তৃপক্ষ চিকিৎসা কর্মকর্তাকে একজন মহিলা চিকিৎসককে পাঠানোর সুপারিশ করেছিল।
স্ত্রীরোগ বিশেষজ্ঞ এসে জেলের মধ্যে মুসকানের গর্ভাবস্থা পরীক্ষা করেন। সেখানেই নিশ্চিত হয় যে, তিনি গর্ভবতী। এবং তিনি বলে যান যে, মুসকানের একটি আলট্রাসোনোগ্রাফি পরীক্ষার দরকার রয়েছে। আজ তাঁর আলট্রাসোনোগ্রাফির দিন ছিল। সেই মতো নির্ধারিত সময়ের আগেই জেল থেকে বের করে মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুসকানকে। এবং সেখানে তাঁর আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা হয়। এবং তাঁর গর্ভাবস্থার শিলমোহর দেয় চিকিৎসকেরা। বিষয়টি জানাজানি হতেই নিহত সৌরভের পরিবার হতবাক হয়ে গিয়েছেন। সৌরভের ভাই বাবলু প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, যদি মুসকানের গর্ভে বেড়ে ওঠা সন্তান তাঁর দাদা সৌরভের হয়, তাহলে অবশ্যই মুসকানের সন্তানকে তাঁরা দত্তক নেবেন। কিন্তু এর আগে শিশুটির DNA পরীক্ষা করা হবে। সেই রিপোর্টেই জানা যাবে, শিশুটি সৌরভের নাকি মুসকানের প্রেমিক সাহির শুক্লার। যদিও ইতিমধ্যেই মুসকান ও সৌরভ একটি ৬ বছরের কন্যার বাবা-মা। বাবার মৃত্যু এবং মায়ের হাজতবাসের পর সৌরভের পরিবারের মেয়েটির দায়িত্ব নিতে চাইছেন, কিন্তু মুসকানের পরিবার কিছুতেই তাঁদের নাতনিকে সৌরভের পরিবারের কাছে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।
