মেশিনে জিম করছে ভূত!

মেশিনে জিম করছে ভূত!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মেশিনে

মেশিনে জিম করছে ভূত! না,  সিনেমা নয়, এমনই দৃশ্য দেখা গেল উত্তরপ্রদেশের ঝাঁসিতে।  এলাকায় একটি ওপেন জিম রয়েছে। তাতেই এমন দৃশ্য দেখা গিয়েছে বলে দাবি। কোনও মানুষজন ছিল না। জিমের জিনিসপত্র একা একাই দুলছিল।  দেখা গিয়েছে ২০ সেকেন্ড ধরে মেশিনটা দুলছে।

 

পাশে দাঁড়িয়ে কয়েকজন পুলিশকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে।  এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। কেউ বলেন, এটা দিল্লির রোহিনী পার্কের ছবি। জিমের এমন দৃশ্যে ভয় পেয়ে যান অনেকেই।  শনিবার এমন ঘটনার সত্যতা অস্বীকার করেছে ঝাঁসি পুলিশ। পুলিশ সাফ জানিয়ে দিয়েছে যে এটা কোনও প্যারানর্মাল অ্যাকটিভিটি নয়।  এটি আসলে নন্দনপুরার কাঁসিরাম পার্কে তোলা ভিডিও।

 

আর ও পড়ুন    পুরুষ সংকটে ইউরোপের স্বনামধন্য কয়েকটি দেশ

 

কেউ এটা কারসাজি করে প্র্যাংক করেছে।তারা জানিয়েছে, মেশিনপত্রে প্রচুর গ্রিজ থাকায় একবার দোলালে, তা বেশ কিছুক্ষণ ধরে দুলতেই থাকে। আর সেটারই সুযোগ নিয়ে এমন প্র্যাংক করেছে কেউ।

 

উল্লেখ্য, মেশিনে জিম করছে ভূত! না,  সিনেমা নয়, এমনই দৃশ্য দেখা গেল উত্তরপ্রদেশের ঝাঁসিতে।  এলাকায় একটি ওপেন জিম রয়েছে। তাতেই এমন দৃশ্য দেখা গিয়েছে বলে দাবি। কোনও মানুষজন ছিল না। জিমের জিনিসপত্র একা একাই দুলছিল।  দেখা গিয়েছে ২০ সেকেন্ড ধরে মেশিনটা দুলছে। পাশে দাঁড়িয়ে কয়েকজন পুলিশকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে।

 

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। কেউ বলেন, এটা দিল্লির রোহিনী পার্কের ছবি। জিমের এমন দৃশ্যে ভয় পেয়ে যান অনেকেই।  শনিবার এমন ঘটনার সত্যতা অস্বীকার করেছে ঝাঁসি পুলিশ। পুলিশ সাফ জানিয়ে দিয়েছে যে এটা কোনও প্যারানর্মাল অ্যাকটিভিটি নয়।  এটি আসলে নন্দনপুরার কাঁসিরাম পার্কে তোলা ভিডিও। কেউ এটা কারসাজি করে প্র্যাংক করেছে।তারা জানিয়েছে, মেশিনপত্রে প্রচুর গ্রিজ থাকায় একবার দোলালে, তা বেশ কিছুক্ষণ ধরে দুলতেই থাকে। আর সেটারই সুযোগ নিয়ে এমন প্র্যাংক করেছে কেউ।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top