মেস থেকে কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুর থানার গোরাবাজার এলাকার ঘটনা। সহপাঠীদের বক্তব্য- বেলা গড়িয়ে গেলেও ঘরের দরজা না খোলায় মেস মালিককে খবর দেয় মেসের অন্যান্য ছাত্ররা । অবশেষে ঘরের দরজা ভেঙে উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায় ছাত্রের দেহ। তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
হুমায়ুন কবীর নামে বি.এড.-এর ওই ছাত্র ডোমকলের বাসিন্দা বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে- কিছুদিন আগে বহরমপুরে একটি মেয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ইতিমধ্যে অন্যত্র মেয়েটির বিয়ে দিয়ে দেয় তার পরিবারের লোকজন। যার কারণে বেশকিছু দিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিল ওই যুবক। দিন কয়েক আগে বাড়ি থেকে বহরমপুরের একটি মেসে চলে আসার পর মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। প্রেম ঘটিত কারণে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে ওই ছাত্র বলে প্রাথমিক ভাবে পরিবারের লোকজনদের অনুমান। আত্মহত্যার সঠিক কারণ অনুসন্ধানে নেমেছে বহরমপুর থানার পুলিশ।