বাপের বাড়ি বড়ঞা থানার চৈতপুর থেকে শশুর লাভপুর থানা মিরবান ফিরছিলো মুন্নিহারা বিবি স্বামি আসারুল সেখ। বাইকে যেতে যেতে হঠাৎ অসাবধানতা বসত মোটোর বাইকের পিছনের চাকার সঙ্গে শাড়ি আটকে বাইক থেকে পড়ে যান মুন্নিহার। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই গৃহবধূর। স্বামী ও স্থানীয়রা ওই গৃহবধূকে বড়ঞা হাসপাতালে নিয়ে যান।