সাবধান, Google Chrome থেকেও হতে পারে ডেস্কটপ ও মোবাইল হ্যাক

সাবধান, Google Chrome থেকেও হতে পারে ডেস্কটপ ও মোবাইল হ্যাক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মোবাইল

সাবধান, Google Chrome থেকেও হতে পারে ডেস্কটপ ও মোবাইল হ্যাক, তাই এখুনি সাবধান হোন। Google Chrome-এ বড়সড় একটি নিরাপত্তার গলদ সম্প্রতি সামনে এসেছিল। সেটি বর্তমানে সুরক্ষিত করা হয়েছে। গুগল নিজের ব্লকে সেই কথা লিখেছে। এই গলদটির নাম দেওয়া হয়েছে CVE-2021-37973। এই সমস্যায় ক্রোম ব্যবহারকারীরা বড় বিপাকে পড়তেন। সুরক্ষার জন্য নয়া আপডেট প্রকাশ করা হয়েছে গুগলের তরফে।

 

আরও পড়ুন – এখানে মানবী মায়ের চোখের জল মোছাতে চিন্ময়ী দেবী মায়ের আরাধনা শুরু হয়

 

কোম্পানি উইন্ডোজ, ম্যাকের জন্য ক্রোমের নতুন আপডেটের চ্যানেল 94.0.4606.61 প্রকাশ করছে। তবে গ্রাহকরা চাইলে এখন গুগল ক্রোমে গিয়ে আপডেট করে নিতে পারেন। এই জন্য প্রথমে সেটিংংসে যেতে হবে। সেখানে ক্রোম ভার্সন অটোমেটিক আপডেট নেবে, তারপরে সেটি রিলঞ্চ করতে হবে। তবেই আপনার ডেস্কটপ ও মোবাইল সুরক্ষিত থাকবে। তবে গুগল জানিয়েছে, নতুন আপডেট আসার আগে পর্যন্ত অর্থাৎ পুরনো আপডেটেও হ্যাকাররা সুবিধা নিতে পারে। তবে বর্তমানে আপডেট হওয়ায় আর কিছু করতে পারবে না। বলা হচ্ছে যে, হ্যাকাররা এটি সম্পর্কে অবগত নয় ফলে এর সুবিধা নিতে পারেনি। ফলে নিরাপদেই রয়েছেন গ্রাহকরা।

 

উল্লেখ্য, Google Chrome থেকেও হতে পারে ডেস্কটপ ও মোবাইল হ্যাক, তাই এখুনি সাবধান হোন। Google Chrome-এ বড়সড় একটি নিরাপত্তার গলদ সম্প্রতি সামনে এসেছিল। সেটি বর্তমানে সুরক্ষিত করা হয়েছে। গুগল নিজের ব্লকে সেই কথা লিখেছে। এই গলদটির নাম দেওয়া হয়েছে CVE-2021-37973। এই সমস্যায় ক্রোম ব্যবহারকারীরা বড় বিপাকে পড়তেন। সুরক্ষার জন্য নয়া আপডেট প্রকাশ করা হয়েছে গুগলের তরফে। কোম্পানি উইন্ডোজ, ম্যাকের জন্য ক্রোমের নতুন আপডেটের চ্যানেল 94.0.4606.61 প্রকাশ করছে।

 

উল্লেখ্য,  Google Chrome থেকেও হতে পারে ডেস্কটপ ও মোবাইল হ্যাক, তাই এখুনি সাবধান হোন। Google Chrome-এ বড়সড় একটি নিরাপত্তার গলদ সম্প্রতি সামনে এসেছিল। সেটি বর্তমানে সুরক্ষিত করা হয়েছে। গুগল নিজের ব্লকে সেই কথা লিখেছে। এই গলদটির নাম দেওয়া হয়েছে CVE-2021-37973। এই সমস্যায় ক্রোম ব্যবহারকারীরা বড় বিপাকে পড়তেন। সুরক্ষার জন্য নয়া আপডেট প্রকাশ করা হয়েছে গুগলের তরফে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top