দক্ষিণ ২৪ পরগনা- দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ থানার মৌসুনি দ্বীপে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলছিল কুমির আর পুলিশের লুকোচুরি। কয়েক দিন ধরে লোক্যালয়ে কুমিরটি ঘোরাফেরা করতে দেখে খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় বনদপ্তরে। ততক্ষণে কুমিরটি স্থান পরিবর্তন করে মানিক দাস নামে এক ব্যক্তির পুকুরে চলে যায়।
খোঁজ নিয়ে পুকুরে তল্লাশি চলে। টানা হয় কুমীর ধরা জাল। অবশেষে গতকাল রাত আটটা নাগাদ বনদপ্তরের জালে উঠে আসে কুমিরটি। কুমিরটিকে নিয়ে যাওয়া হয় বকখালি বনদপ্তরের অফিসে। পরে কুমিরটিকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হবে।
