Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
United States, 83.2 percent of infected with covid infected with Omicron

যুক্তরাষ্ট্রে কোভিডে আক্রান্তদের ৭৩.২ শতাংশই ওমিক্রনে সংক্রমিত

যুক্তরাষ্ট্রে কোভিডে আক্রান্তদের ৭৩.২ শতাংশই ওমিক্রনে সংক্রমিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
শতাংশই

যুক্তরাষ্ট্রে কোভিডে আক্রান্তদের ৭৩.২ শতাংশই ওমিক্রনে সংক্রমিত। করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত আধিপত্য বিস্তার করছে যুক্তরাষ্ট্রজুড়ে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি সোমবার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, সেখানে গত এক সপ্তাহে কোভিডে আক্রান্তদের ৭৩.২ শতাংশই ওমিক্রনে সংক্রমিত হয়েছেন। আর ২৬.৬ শতাংশ সংক্রমিত হয়েছেন ডেলটায়, করোনাভাইরাসের যে ধরনটি বছরের মাঝামাঝি সময়ে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করেছিল।

 

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এর আগের সপ্তাহেও যুক্তরাষ্ট্রে ডেলটার আধিপত্য চলছিল। ১১ ডিসেম্বর পর্যন্ত সাতদিনে সেখানে যত কোভিড রোগী শনাক্ত হয়েছে, তাদের ৮৭ শতাংশ সংক্রমিত হয়েছিলেন ডেলটায়, আর ১২.৬ শতাংশ ওমিক্রনে। আর ডিসেম্বরের শুরুতে মোট আক্রান্তদের মধ্যে ওমিক্রনের সংক্রমণের শিকার ছিলেন ১ শতাংশেরও কম। দেশটির কিছু এলাকায় ওমিক্রন এখন অনেক বেশি আধিপত্য বিস্তার করেছে।

 

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্বের অনেক এলাকায় ৯৫ শতাংশ কোভিড সংক্রমণের পেছনেই রয়েছে ওমিক্রন। নিউইয়র্ক সিটিতে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা গত এক সপ্তাহে ৬০ শতাংশ বেড়েছে। কোভিড পরীক্ষার কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। সোমবার টেক্সাসের হ্যারিস কাউন্টিতে পঞ্চাশোর্ধ্ব এক কোভিড রোগীর মৃত্যু হয়েছে, যিনি ওমিক্রনে সংক্রমিত হয়েছিলেন। রয়টার্স লিখেছে, ওই ব্যক্তি করোনাভাইরাসের টিকা নেননি। ধারণা করা হচ্ছে, এটাই যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথম মৃত্যু।

 

আর ও পড়ুন    সীমান্তে এস-৪০০ মোতায়েন করল ভারত 

 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, ওমিক্রন বিদ্যুৎগতিতে ছড়াতে থাকায় বড়দিন আর নববর্ষের উৎসব ঘিরে পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটতে পারে। সে কারণে স্বাস্থ্যবিধির কড়াকড়িও বাড়ানো হচ্ছে বিভিন্ন রাজ্যে। সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন ডিসির মেয়র ফের জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পুরো শহরে মাস্ক পরা বাধ্যতামূলক করেচেন। গত ২২ নভেম্বর সেখানে মাস্কের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছিল।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে কোভিডে আক্রান্তদের ৭৩.২ শতাংশই ওমিক্রনে সংক্রমিত। করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত আধিপত্য বিস্তার করছে যুক্তরাষ্ট্রজুড়ে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি সোমবার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, সেখানে গত এক সপ্তাহে কোভিডে আক্রান্তদের ৭৩.২ শতাংশই ওমিক্রনে সংক্রমিত হয়েছেন। আর ২৬.৬ শতাংশ সংক্রমিত হয়েছেন ডেলটায়, করোনাভাইরাসের যে ধরনটি বছরের মাঝামাঝি সময়ে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করেছিল। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এর আগের সপ্তাহেও যুক্তরাষ্ট্রে ডেলটার আধিপত্য চলছিল।

 

১১ ডিসেম্বর পর্যন্ত সাতদিনে সেখানে যত কোভিড রোগী শনাক্ত হয়েছে, তাদের ৮৭ শতাংশ সংক্রমিত হয়েছিলেন ডেলটায়, আর ১২.৬ শতাংশ ওমিক্রনে। আর ডিসেম্বরের শুরুতে মোট আক্রান্তদের মধ্যে ওমিক্রনের সংক্রমণের শিকার ছিলেন ১ শতাংশেরও কম। দেশটির কিছু এলাকায় ওমিক্রন এখন অনেক বেশি আধিপত্য বিস্তার করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top