বাড়ির সামনে বেশ কিছু যুবক আড্ডা মারার প্রতিবাদ করায় এক গৃহবধূকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী নতুন পল্লী এলাকায়।
জানা যায় আহত মহিলা পারুল স্বর্ণকারের বাড়ির সামনের বাড়িতে ভাড়া থাকা কিছু যুবক সকাল-সন্ধ্যা সবসময়ই বাড়ির সামনে আড্ডা দেয় অশালীন ব্যবহার করে এর ফলে পারুল স্বর্ণকারের বাড়ির যুবতী মেয়ে থাকায় অসুবিধা হয়। বুধবার সন্ধ্যায় বাড়ির সামনে আড্ডা মারার সময় এই বাড়ির মহিলাদের লক্ষ্য করে কটূক্তি করে ওই যুবকরা । প্রতিবাদ করে ওই গৃহবধু। যে বাড়িতে ওই যুবকরা ভাড়া থাকে ওই বাড়ির মালিক রঞ্জন মন্ডল ও তার ছেলে বুবাই মন্ডল ও অভিযুক্ত যুবকরা বৃহস্পতিবার সকালে এসে ওই গৃহবধূর ওপর চড়াও হয় এবং মেরে নাক ফাটিয়ে দেয়। আহত গৃহবধু কে স্থানীয় মৌলপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেরে দেওয়া হয়। এ বিষয়ে এদিন সকালে মালদা থানায় আহত ঐ মহিলা তিন জনের নামে অভিযোগ দায়ের করে এবং ওই আহত গৃহবধূর দাবি যে তাকে অন্যায় ভাবে কেন মারা হলো এবং একজন পুরুষ হয়ে কি করে মহিলার উপর হাত তুলল তা তিনি প্রতিকার চেয়ে মালদা থানা দ্বারস্থ হন।জানা যায় এই সমস্ত যুবকরা অন্যান্য জেলা থেকে এসে বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের অবৈধ নেটওয়ার্ক ব্যবসার সাথে যুক্ত। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে মালদা থানার পুলিস।