নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ২৭শে নভেম্বর :যুব কংগ্রেসের সংগঠনিক ভোট প্রক্রিয়া শুরু হল মুর্শিদাবাদ জেলায় গতকাল থেকে এই ভোট প্রক্রিয়া সারা রাজ্যে শুরু হয়েছে যুব কংগ্রেসের ১৮ থেকে ৩৫ বছরের যুব কর্মীরায় এই ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন। যে সমস্ত পদ গুলিতে ভোট হচ্ছে সেই গুলি হল স্টেট প্রেসিডেন্ট. জেলা প্রেসিডেন্ট এবং টাউন প্রেসিডেন্ট পদে। স্টেট প্রেসিডেন্ট পদের জন্য হচ্ছে সৌমেন মিত্রের ছেলে রোহান মিত্র এবং অধীর অনুগামী সাদাব খানের মধ্যে। এবং জেলা প্রেসিডেন্টের পদে রয়েছেন নরত্তম সিংহ এনার বাড়ি মুর্শিদাবাদের কান্দি। এবং টাউন প্রেসিডেন্ট পদে আরিয়ান কর্মকার যার বাড়ি বহরমপুরে সকাল থেকেই ভোট গ্রহন প্রক্রিয়া শুরু হয়েছে বহরমপুরের রাজীব ভবনে চলবে বিকেল ৫ টা পর্যন্ত.