রাজস্থান – দোলযাত্রার আগে রং মাখাতে বাধা দেওয়ায় ২৫ বছরের তরুণকে গলা টিপে খুন করে ফেলার অভিযোগ উঠেছে। রাজস্থানের দৌসা জেলার রালওয়াস গ্রামের এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হংসরাজ নামের ওই তরুণ একটি লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিলেন।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেই সময় অশোক, বাবলু ও কালুরাম নামে তিন ব্যক্তি সেখানে গিয়ে তাঁকে রং মাখাতে চায়। কিন্তু হংসরাজ এতে আপত্তি জানালে, অভিযুক্তরা তাঁকে বেল্ট দিয়ে মারধর করে এবং একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে।
ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ও পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন রাত ১টা পর্যন্ত চলে। হংসরাজের পরিবারের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, পরিবারের এক সদস্যের সরকারি চাকরি এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন তাঁরা।
শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে এবং ঘটনার তদন্ত চলছে।
