নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ৫ই ডিসেম্বর :রক্তের বন্ধনে দৃঢ় হোক শিল্প রক্ষার সংগ্রাম এই অঙ্গীকারকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করল কলকাতা সাবারবান ডিভিশন বীমা কর্মচারী সমিতির বহরমপুর শাখা। বুধবার বহরমপুর এল আই সি ভবনে আয়োজিত এই শিবিরে শতাধীক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন উত্তর ২৪ পরগনা, নদীয়া ও বহরমপুর এই তিন যায়গায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান সাবারবান ডিভিশন বীমা কর্মচারী সমিতির সহ সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়।
Home Uncategorized রক্তদান শিবিরের আয়োজন করল কলকাতা সাবারবান ডিভিশন বীমা কর্মচারী সমিতির বহরমপুর শাখা