নিজস্ব সংবাদদাতা,রঘুনাথগঞ্জ, ২১ শে নভেম্বর : রঘুনাথগঞ্জ থানার মোমিনপুর এলাকায় এক কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল BSF-র বিরুদ্ধে। স্থানীয় সুত্রে খবর রঘুনাথগঞ্জ থানার মোমিনতালার বাসিন্দা শরিফ শেখকে (১৭) গরুপাচারকারী সন্দেহে পিটিয়ে মারা হয়৷গতরাতে বাড়ির কাছে একটি বাগানে শৌচকর্ম সারতে গেছিল শরিফ।কিছুদূর যাওয়ার পরেই বিএসএফ জওয়ানদের চোখে পড়ে সে৷ বিএসএফ জওয়ানেরা তাকে গরু পাচারকারী সন্দেহ করে ধাওয়া করে৷ তাকে ধরে ফেলেন BSF জওয়ানরা। অভিযোগ, শরিফকে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা শরিফকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।