রণক্ষেত্র রানীনগর থানার কাহারপারা বিওপি ক্যাম্প চত্বর

মুর্শিদাবাদের রাণিনগরে চাষীদের জমিতে যেতে বাঁধা বিএসএফের, পাল্টা ক্যাম্পের সামনে অবরোধ, ৩ রাউন্ড শূন্যে গুলি, লাঠিচার্য, ভাঙচুর, সাংবাদিককে মারধরের অভিযোগ। রণক্ষেত্র রানীনগর থানার কাহারপারা বিওপি ক্যাম্প চত্বর

সূত্রের খবর শুক্রবার রোজকার মতো নিজেদের ভোটার কার্ড জমা দিয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মুর্শিদাবাদের রানীনগর থানার কাহারপারা বিওপি ক্যাম্পে বর্ডারে জমি চাষ করতে যাচ্ছিল চাষীরা । কিন্তু এদিন সীমান্তের জমি চাষ করতে যেতে বাধা দেয় বিএসএফ জওয়ানরা বলে অভিযোগ। এই ঘটনায় চাষীরা ক্ষুব্ধ হয়ে বিএসএফ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিএসএফ বিক্ষোভ তুলতে ৩ রাউন্ড শূনে গুলি চালায় বলে অভিযোগ । এমনকি বিএসএফ বিক্ষোভ কারীদের হটাতে লাঠিচার্যও করে বলে অভিযোগ । এছাড়াও স্থানীয়দের বাড়িঘর ভাঙচুর করে বিএসএফ জওয়ানরা বলে অভিযোগ । বিএসএফ এর লাঠিচার্যে আহত হয় সংবাদমাধ্যমও। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিএসএফের এমন আচরণে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এবিষয়ে বিএসএফের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।