রথবাড়ি এলাকার ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করল বেসরকারী বাস চালকেরা

রথবাড়ি এলাকার ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করল বেসরকারী বাস চালকেরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

মালদা জেলার ইংরেজবাজার শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকার ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করল বেসরকারী বাস চালকেরা। ট্র্যাফিক পুলিশের দাদাগিরির প্রতিবাদে অবরোধ করে বেসরকারী বাস চালকেরা। চালকদের অভিযোগ প্রতিদিন এই রাস্তা যানজট থাকে। ফলে জেলা পরিবহন দপ্তরের সময়সূচি মেনে বাস চালানো সম্ভব হয় না। তাই বাস টার্মিনাসে বাস নিয়ে যাওয়া যায় না। রথবাড়ি এলাকায় বাস ঘুরিয়ে পুনরায় নির্দিষ্ট গন্তব্যে যেতে হয়। মঙ্গলবারও একইভাবে যানজট থাকায় বেসরকারী চালকেরা বাস ঘোরাতেই দায়িত্বে থাকা ট্র্যাফিক পুলিশ বাধা দেয়। বাস চালকের সাথে শুরু হয় বচসা। নিয়ম লঙ্ঘন করার অপরাধে বাসের চাকায় তালা মারে ট্র্যাফিক পুলিশ। এরপরই প্রতিবাদে বেসরকারী বাসচালকেরা অবরোধ শুরু করে।চালকের আরো অভিযোগ ট্র্যাফিক পুলিশ কর্মীরা তাদের অকথ্যভাষায় গালাগালিও করে। এই বিষয়ে ট্র্যাফিক পুলিশকর্তারা কোন প্রতিক্রিয়া দিতে চান নি।এদিকে বাস চালকের জানান ট্র্যাফিক পুলিশের দাদাগিরি বন্ধ করার প্রতিশ্রুতি না দিলে অবরোধ চলবে বন্ধ থাকবে বেসরকারী বাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top