রহস্যজনক ভাবে শ্মশানেই মৃত্যু হল এক ব্যক্তির। দক্ষিন ২৪ পরগনার কুলতলীর কোচিয়ামারা গ্রামের ঘটনা। বৃহস্পতিবার সকালে কুলতলি থেকে বহরুতে ডাক্তার দেখাতে আসেন মুরারি মোহন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও ফেরেননি। এরপর শ্মশানে তার মৃতদেহ উদ্ধার হয়
পড়িবারের সদস্যরা ভাবেন বহরুতে তার আত্মিয়ের বাড়িতেই গেছেন মুরারিমোহন। শুক্রবার দক্ষিণ বারাসাতের এক শ্মশান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিচয় জানাজানির পর পরিবারকে খবর দেওয়া হয়। পুলিস দেহ উদ্ধার করে পদ্মেরহাট হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয় লোকজন জানান, রাত থেকেই শ্মশানে ছিলেন তিনি। সকালে কয়েকজনের সঙ্গে কথা বাত্রা ও বলেন। কিন্তু কিভাবে মারা গেলেন তা পরিষ্কার নয়। সারারাত শ্মশানে কি করছিলেন সে ব্যাপারেও ধন্দে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন জয়নগার থানার পুলিশ। ঘটনার পর থেকে পড়িবারের সদস্যদের সঙ্গে কথা বলে মৃত্যুর কারন জানার চেষ্টা করছে পুলিশ।