রাজনীতির ময়দানে একসময় মমতার অভিভাবক ছিলেন বাজপেয়ী,কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় অটোলজিকে নিয়ে দেখুন

প্রসঙ্গত ২৫ ডিসেম্বর, বড়দিনের দিনই অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। প্রতি বছর জন্মদিনের দিন বাজপেয়ীকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে আটল বিহারী বাজপেয়ীকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। কেন্দ্রের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন মমতা। বলেছিলেন, “আমরা সবাই বাজপেয়ীজিকে ভালোবাসি ও শ্রদ্ধা করি।” বিজেপির সঙ্গে তৃণমূলের সম্পর্কের সমীকরণ বদলে গেলেও অটল বিহারা বাজপেয়ীর প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত শ্রদ্ধায় কখনও কোনও চিড় ধরেনি। সেই সম্পর্ক অটুট থেকেছে। ইউপিএ সরকারে থাকা অবস্থাতেও বহুবার বাজপেয়ীর সঙ্গে দেখা করেছিলেন মমতা। অটলজির মতো মানুষ এখন আর দেখা যায় না।রাজনীতির ময়দানে একসময় মমতার অভিভাবক ছিলেন বাজপেয়ী l তাঁর সঙ্গে কাজ করাটা সৌভাগ্যের। অনেক স্মৃতি আছে। অনেক কথা মনে পড়ছে।” প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার চরম অবনতির খবর পেয়ে, দিল্লির বিমান ধরার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে এভাবেই স্মৃতি রোমন্থন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।