
বিরাট, চানুর চেয়ে বেশি পয়েন্ট আমার! সওয়াল করে রাজীব গাঁধী খেলরত্ন না পাওয়ায় রাঠোরকে ক্ষোভ কুস্তিগীর বজরঙের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি
রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার না পেয়ে ক্রীড়ামন্ত্রী রাজ্যবধন সিংহ রাঠোরের সাথে দেখা করে ক্ষোভ প্রকাশ করলেন কুস্তিগীর বজরং পুনিয়া। কুস্তিগীর বজরং পুনিয়ার দাবি বিরাট কোহলী ও মীরাবাঈ চানুর চেয়ে তার পয়েন্ট বেশী থাকা সত্তেও তার নাম বিবেচিত হয়নি কুস্তিগীর বজরং পুনিয়ার, এতেই ক্ষোতে আদালতের জাওয়ার ভাবনা ভাবছেন তিনি।