পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ পেয়ে সরজমিনে খতিয়ে দেখতে গত ৫ই জুন রাজ্যে আসেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। বৃহস্পতিবার তিনি নদীয়ার পায়রাডাঙ্গাতে কিছুক্ষন বসে কয়েকজনের অভিযোগ শোনেন। এরপর শান্তিপুরে ঘোড়ালিয়াতে বিজেপি পঞ্চায়েত প্রার্থীর এক নির্যাতিত আত্মীয়ার বাড়ী যান। সেখানে কথা বলেন। তারপর শান্তিপুর মেলের মাঠে গুলিতে নিহত এক বিজেপি কর্মীর বাড়ীতে যান। সেখান থেকে শান্তিপুর থানায় যান।
রেখা শর্মার অভিযোগ, মহিলারা সুরক্ষিত নন, পুলিশ সহযোগিতা করছেনা, রাজ্যের পুলিশ কোন কাজ করছেনা। সমস্ত বিষয়টি তিনি কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রক ও মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানাবেন ।