রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শোভাযাত্রা হয়ে গেল বীরভূমের বোলপুরে। বোলপুর রেল ময়দান মাঠ থেকে শুরু হয় এই শোভাযাত্রা বোলপুর শহর পরিক্রমা করে । সারা বছর ধরে যে সামাজিক কাজকর্ম মূলত সেটা সমাজের কাছে জানানো এটা ছিল তাদের উদ্দেশ্য । রবিবার সকালে সাধারণ মানুষ কেউ আহ্বান জানিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই পদযাত্রায় । এদিন মহালয়ার পুণ্য তিথিতে সারা ভারতবর্ষের পাশাপাশি বোলপুরেও এই শোভাযাত্রর আয়োজন করা হয়