উত্তর 24 পরগনা -শুক্রবার দুপুরবেলা সন্দেশখালি পুরাতন সরবেড়িয়ায় মন্ডল পরিবারের সঙ্গে দেখা করতে যান রেখা পাত্র ।
তিনি বলেন আমি কথা বলতে গিয়েছিলাম শুনলাম শাহজাহান বাহিনী লোকজন তাদেরকে সরিয়ে দিয়েছে ,বাড়ি তালা মারা। আমরা মন্ডল পরিবারে পাশে আছি।
কিন্তু সূত্রের খবর মন্ডল পরিবারে সদস্যরা রেখা পাত্রের সঙ্গে দেখা করতে চাইনি। আজ রেখা পাত্র যাবে বলে আগে থাকতেই তারা বাড়ি তালা মেরে চলে যান।
