রেজিনগর থানার নাজিরপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।  অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

 

রেজিনগর থানার নাজিরপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।  অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মৃত ছাত্রীর বাবার অভিযোগ,রাতে বাড়ির দ্বিতীয় তলায় থাকা মেয়ের ঘরে  ঢুকে মেয়ের সঙ্গে আপত্তিকর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে যুবক।  ছবি ভাইরাল হতেই লজ্জায় আত্মঘাতী হন তার মেয়ে।  বেলডাঙ্গা কলেজের দ্বিতীয় বর্ষের মৃত ছাত্রী নাম রিঙ্কি খাতুন (বয়স ২২)। রেজিনগর থানায় প্রতিবেশী যুবক মাসুম শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের বাবা আবু তাহের শেখ।

এইবিষয়ে  রেজিনগর থানার একজন আধিকারিক জানান,  অভিযুক্ত পলাতক। তবে তার খোঁজে  তল্লাশি চালাচ্ছে পুলিশ।পরিবার সূত্রে জানা গিয়েছে,  পিঙ্কি খাতুনের বিয়ের ঠিক হয়েছিল তার এক আত্মীয়ের সঙ্গে।  কিন্তু অভিযুক্ত যুবক পিঙ্কিকে বিয়ের প্রস্তাব দেয়।  পিঙ্কি প্রত্যাখ্যান করলে তার বিয়ে কি করে হয় তা দেখে নেওয়ার হুমকিও দেয় সে।  তাই যখন পিঙ্কি তার ছোট ভাই বোনদের সঙ্গে ঘরে শুয়ে ছিল তখন অভিযুক্ত যুবক  কোন রকমে ঘরে ঢুকে পিঙ্কির সঙ্গে জোর করে আপত্তিকর ছবি তোলে এবং তাকে ধর্ষনও করা হয় বলে অভিযোগ বাড়ির লোকজনের। সেই ছবি প্রথমে মেয়ের হবু স্বামীর মোবাইলে ও পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।মঙ্গলবার  ছবি ভাইরাল হতেই নিজের ঘরের সিলিং ফ্যানে ওড়নার ফাঁস দিয়ে ঝুলে পড়ে সে।  রেজিনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।  মঙ্গলবার সন্ধ্যায় রেজিনগর থানায় ধর্ষনের মামলা রুজু করেন মৃতার বাবা আবু তাহের শেখ । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে এলাকায়।

1414 COMMENTS

  1. We are a gaggle of volunteers and opening a brand new scheme in our community. Your website provided us with valuable information to work on. You’ve done a formidable task and our entire community can be thankful to you.|

  2. In a parking lot on a crisp fall day, GCAC volunteers hand-sorted the contents of a dumpster and dozens of trash bags of paper, food wrapping, textiles, furniture scraps, and other discarded items—more than 11,000 separate pieces of trash—much of it rusty, sharp, or toxic. AC staff then weighed and analyzed the trash. This audit was the first of its kind in the Pittsburgh area. Garden Club of Allegheny County members will continue to be active with Trash Audit and other conservation programs in its community. As the GCAC project leader says: “As challenging as the trash audit was, now being able to talk specifics about the trash was worth the effort!” https://www.gcamerica.org/ Not surprisingly, single-use plastics (bottles, straws, cups, and other fast-food debris), represented two-thirds of the items collected. Looking specifically at the riverfronts, single-use plastics represented ninety percent of the total. Perhaps even more disturbing than the trash is the widespread infiltration of the plastic particles into soil and water. Allegheny CleanWays is adding the Pittsburgh findings into international databases to support global plastic minimization. Locally, AC is involved in educational and public relations programs and supports the implementation of projects such as storm drain “gratekeepers” and in-river trash collection devices.

  3. Large numbers of volunteers have shown up to help clean up the property, and the arboretum was able to have a partial reopening seven weeks after the storm, though the woodland trails are still closed. As with most nature centers this year, the Iowa Arboretum has been especially important as a refuge for social distancing, and with the help of the GCA’s grant, the organization will be able to move forward with replanting. The GCA established the Restoration Initiative in 2017 in response to the urgent needs caused by catastrophic storms, hurricanes, floods, fires, and mudslides to assist member clubs involved in public landscape restoration and conservation projects. Eleven grants, totaling $110,000, have been awarded to clubs in California, Florida, Georgia, Hawaii, Iowa, Ohio, Oregon, Tennessee, and Texas. https://www.gcamerica.org/ Members of The Westport Garden Club (WGC) took advantage of a beautiful fall day to participate in seed gathering at Jerry Smith Park, the largest remaining tract of remnant prairie on the Missouri side of Kansas City. The day’s bounty included seeds from American Germander, Little Bluestem, Rattlesnake Master, and more. Jerry Smith Prairie Park is a remnant of an original American landscape – tallgrass prairie. At least fifteen million acres of Missouri, covering more than a third of the state, were prairie at the time of European settlement. Bison, elk, greater prairie-chickens, and many other animals roamed across these grasslands. With abundant wildlife and up to 800 different kinds of grasses, wildflowers, and other plants, prairie is one of the most biologically rich ecosystems on Earth.

  4. I believe what you composed made a ton of sense. However, think on this, what if you added a little content?
    I ain’t saying your information isn’t solid., but what if you
    added something that grabbed people’s attention? I mean রেজিনগর থানার
    নাজিরপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।  অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে – Shine TV 24×7 is kinda plain. You might
    peek at Yahoo’s front page and watch how they create post titles to get viewers to open the
    links. You might add a related video or a pic or two to grab
    people interested about what you’ve written. Just my opinion, it could make your blog a little livelier.

    Feel free to visit my blog; exams [pureaffair.com]