রেড এলার্ট জারি হল গঙ্গাঁ নদীতে। বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গাঁ নদী। শুরু হয়েছে ব্যাপক ভাঙণ। নদী গর্ভে বিলীন হয়ে গেছে কয়েকশ হেক্টর জমি। সবচেয়ে বেশী কবলে পড়েছে রতুয়া ১নং ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের নয়াবিলাইমারি,খাসচামনা,বিলাইমারি, জঙ্গলীটোলা এলাকা। প্রায় দুই হাজার পরিবার গৃহহীন হওয়ার আশঙ্কায় দিন গুনছে।মালদা জেলা সেচদপ্তরের আধিকারিক সহ ব্লক আধিকারিক ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এলাকাবাসী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ শুরু করেছে প্রশাসন। এলাকাবাসীরাও নিজেরাও সরে যাচ্ছেন। নদীর স্রোত বেশী থাকায় এলাকায় পৌঁছাতে সমস্যা তৈরী হয়েছে। ফলে উদ্ধার কাজেও ধীর গতিতে চলছে।