রোজ়ভ্যালি কাণ্ডে ধৃত সুদীপ্ত রায়চৌধুরিকে জেরা করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা। গতকাল দফায় দফায় তাঁকে জেরা করা হয়। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুকে চাপ দিয়ে ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্ত প্রভাবিত করতে সেই টাকা তিনি নিয়েছিলেন বলে অভিযোগ। সেই টাকা কোথায় গেল তা খতিয়ে দেখতেই দফায় দফায় এই জেরা। আদালত তাঁকে পাঁচদিনের ED হেপাজতের নির্দেশ দিয়েছে।
Home Uncategorized রোজ়ভ্যালি কাণ্ডে ধৃত সুদীপ্ত রায়চৌধুরিকে জেরা করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা