রবিবার রাত থেকে লাগাতার বৃষ্টির ফলে বাঁকুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমতে শুরু করেছে। বেশ কিছু বাড়ির ভীতরেও ইতিমধ্যে জল ঢুকে পড়েছে। এই সমস্যার জন্য নিকাশী নালা অব্যবস্থাকেই অনেকে দায়ী করছেন।
অন্যদিকে বাঁকুড়া শহরের দুই প্রান্তে থাকা গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর জলস্তর বাড়ছে। বাঁকুড়া-দূর্গাপুর যোগাযোগের অন্যতম মাধ্যম গন্ধেশ্বরী নদীর সতীঘাট এলাকা জলমগ্ন। অধিকাংশ এলাকা জলের তলায়। এছাড়াও দ্বারকেশ্বর নদীর জলে অসংখ্য ছোটো বড় কজওয়ে গুলি ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে। যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙ্গে পড়েছে। যেকোন সময় সেই বিপদসীমার উপরে বইতে পারে। সব মিলিয়ে বাঁকুড়া শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আতঙ্কে শহরবাসী।