ভক্তদের সুযোগ দিচ্ছেন সানি লিওন, কী সেই সুযোগ? জানুন

ভক্তদের সুযোগ দিচ্ছেন সানি লিওন, কী সেই সুযোগ? জানুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
লিওন

ভক্তদের সুযোগ দিচ্ছেন সানি লিওন, কী সেই সুযোগ? জানুন । বলিউড অভিনেত্রী সানি লিওন। রুপে-গুনে সবসময় তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতেই থাকেন। সানির আইটেম গানের রূপ-শরীরের উষ্ণতায় ঘায়েল হন হাজার হাজার মানুষ। এবার নিজের  ভক্তদেরকে নিজের সাথে কাজের সুযোগ করে দিতে চান এই বলিউড অভিনেত্রী।

 

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সানি লিওন। ভিডিওতে দেখা যায়, শাড়ি পড়া আবেদনময়ী ভঙ্গিমায় কোমর দোলাচ্ছেন তিনি। এরপর বলেন, ‘যথেষ্ট মজাদার ছিল? এবার তোমাদের পালা। এই গানের সঙ্গে বানাও হুকস্টেপ রিল ভিডিও এবং ব্যবহার করো হ্যাশট্যাগ রিলিফেমাস। এরপর পেয়ে যাও আমার সঙ্গে নতুন মিউজিক ভিডিওতে অভিনয়ের সুযোগ!’

 

আর ও  পড়ুন    পুজোর সময় আন্দামানের ঘুর্নাবর্ত পুজোর আনন্দ মাটি করতে পারে

 

সম্প্রতি ‘মধুবন মে রাধিকা’ নামে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানি। এটি গেয়েছেন কনিকা কাপুর। গানটির প্রমোশনের অংশ হিসেবেই ভক্তদের কাছ থেকে এর হুকস্টেপ বা নাচের মূল অংশটি নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে বিজয়ীর স্টেপটি রাখা হবে মূল মিউজিক ভিডিওতে। এমন সুখবরে সানি ভক্তরা এতে অংশগ্রহণ করা শুরু করে দিয়েছেন। এরই মধ্যে অসংখ্য অনুরাগী নেচে ভিডিও পোস্ট করেছেন। তবে দেখার বিষয় শেষ পর্যন্ত সানির ভিডিওতে কার জায়গা হয়।

 

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

 

উল্লেখ্য,   সানি লিওন বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন। তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তামিল সিনেমা ‘ভীরামাদেবী’, মালায়লাম ভাষার ‘রঙ্গীলা’, হিন্দি ‘কোকা কোলা’ এবং ‘হেলেন’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top