দুবছর পর ফের এবার হতে চলছে ডুয়ার্সের শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহি ফালাকাটার দশমির মেলা

করোনা অতিমারী কাটিয়ে দুবছর পর ফের এবার হতে চলছে ডুয়ার্সের শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহি ফালাকাটার দশমির মেলা।করোনার জন্য টানা দুবছর প্রশাসন শুধু প্রতিমা বিসর্জনের আয়োজন করেছিল। বাতিল করা হয়েছিল দশমী মেলা। কিন্তু এবার ফালাকাটা দশমির ঘাট কমিটি বিসর্জনের পাশাপাশি মেলারও আয়োজন করছে।মঙ্গলবার রাতে এই নিয়ে ফালাকাটা টাউন ক্লাব ভবনে এক বৈঠক হয়।ওই বৈঠকে ফালাকাটার সব রাজনৈতিক দল,বিভিন্ন সংগঠন ও দশমীঘাট কমিটি মিলে বিসর্জন ও মেলা করার উদ্যোগ নেন।

 

এর জন্য একটি কমিটিও গঠন করা হয়।ফালাকাটা দশমি ঘাট কমিটির সভাপতি হয়েছে পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি। দশমিরঘাট কমিটি সূত্রে জানানো হয়েছে, ফালাকাটায় এবার ৫ অক্টোবর প্রতিমা বিসর্জন ও মেলা অনুষ্ঠিত হবে।মেলাকে সুষ্ঠু ভাবে করতে প্রশাসন সহ সর্ব স্তরের মানুষের সহযোগীতা চাওয়া হবে।এদিকে টানা দুবছর পর দশমী মেলা বসার সিদ্ধান্ত হওয়ায় খুশী ফালাকাটার বিভিন্ন মহল।

আরও পড়ুন – ট্যাবলেটে দুর্গা মুর্তি বানিয়ে জাতীয়স্তরে পুরস্কৃত হল বীরভূমের প্রসেনজিৎ

উল্লেখ্য, করোনা অতিমারী কাটিয়ে দুবছর পর ফের এবার হতে চলছে ডুয়ার্সের শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহি ফালাকাটার দশমির মেলা।করোনার জন্য টানা দুবছর প্রশাসন শুধু প্রতিমা বিসর্জনের আয়োজন করেছিল।বাতিল করা হয়েছিল দশমী মেলা। কিন্তু এবার ফালাকাটা দশমির ঘাট কমিটি বিসর্জনের পাশাপাশি মেলারও আয়োজন করছে।মঙ্গলবার রাতে এই নিয়ে ফালাকাটা টাউন ক্লাব ভবনে এক বৈঠক হয়।

 

ওই বৈঠকে ফালাকাটার সব রাজনৈতিক দল,বিভিন্ন সংগঠন ও দশমীঘাট কমিটি মিলে বিসর্জন ও মেলা করার উদ্যোগ নেন।এর জন্য একটি কমিটিও গঠন করা হয়।ফালাকাটা দশমি ঘাট কমিটির সভাপতি হয়েছে পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি। দশমিরঘাট কমিটি সূত্রে জানানো হয়েছে, ফালাকাটায় এবার ৫ অক্টোবর প্রতিমা বিসর্জন ও মেলা অনুষ্ঠিত হবে।মেলাকে সুষ্ঠু ভাবে করতে প্রশাসন সহ সর্ব স্তরের মানুষের সহযোগীতা চাওয়া হবে।এদিকে টানা দুবছর পর দশমী মেলা বসার সিদ্ধান্ত হওয়ায় খুশী ফালাকাটার বিভিন্ন মহল।