শরীরের কোন অঙ্গে টিকটিকি পড়লে ভালো, কি বলছে জ্যোতিষ শাস্ত্র

শরীরের কোন অঙ্গে টিকটিকি পড়লে ভালো, কি বলছে জ্যোতিষ শাস্ত্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শরীরের কোন অঙ্গে টিকটিকি পড়লে ভালো । টিকটিক দেওয়ালে হাটাতে গিয়ে অনেকসময় আমাদের গায়ের ওপর এসে পড়ে বা শরীর ছুঁয়ে বেরিয়ে যায়। এটা যদি হয় তবে সঙ্গে সঙ্গে স্নান করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এই টিকটিকি বিষাক্ত। তবে আবার এই টিকটিকি শরীরের বিশেষ জায়গায় পড়লে তা শুভ বলে মনে করা হয়, তেমনই শরীরের কিছু অঙ্গ রয়েছে যেখানে টিকটিকি পড়লে অশুভ বলে ধরে নেওয়া হয়।

 

জ্যোতিষ শাস্ত্রে টিকটিকিকে নিয়ে শুভ-অশুভ সঙ্কেত নিয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। এই শাস্ত্র অনুযায়ী, শরীরে টিকটিকি পড়লে সম্পত্তি লাভের মতো সম্মান প্রাপ্তির সঙ্গে সঙ্গে মৃত্যুর মতো অশুভ সঙ্কেতও দেয়। গাউলি শাস্ত্র অনুযায়ী টিকটিকির প্রতিটি চলাফেরার মধ্যেই কোনও না অর্থ রয়েছে।

 

ডান পায়ে বা ডান গোড়ালিতে টিকটিকি পড়লে আপনি ভ্রমণ করতে পারেন। বাঁ পায়ে বা বাঁ পায়ের গোড়ালিতে টিকটিকি পড়লে বাড়িতে অসুস্থতা বা বিবাদ দেখা দেয়। ডান পায়ের তলায় টিকটিকি পড়লে বা ছুঁয়ে গেলে ধন সম্পত্তি প্রাপ্তি হওয়ার আভাস দেয়। বাঁ পায়ের তলানিতে টিকটিকি পড়ার অর্থ ব্যবসায় ক্ষতি হওয়া

আর যদি টিকটিকি আপনার শরীরের ওপরে চলাফেরা করে তাহলে বুঝবেন যে আপনি দীর্ঘ জীবন লাভ করবেন।

 

ডানদিকের কানে টিকটিকি পড়লে গয়না পাওয়ার যোগ থাকে এবং বাম কানে টিকটিকি পড়লে আয়ু বৃদ্ধি পায়। নাকে টিকটিকি পড়লে তা ভাগ্যোদয়ের সঙ্কেত। মুখে টিকটিকি পড়লে সুস্বাদু খাবার বা কোনও নেমন্তন্ন পেতে পারেন। বাম গালে টিকটিকি পড়লে কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার খবর দেয়। ডান গালে টিকটিকি পড়ার কারণে বয়স বেড়ে যায়।

আর ও  পড়ুন  হলদিয়ার কারখানায় আগুন   

দু’‌টো টিকটিকিকে লড়াই করতে দেখেন তাহলে আপনার পরিবারে বা বন্ধুদের সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা র‌য়েছে অথবা দু’‌টো টিকটিকিকে আলাদা হতে দেখলে কোনও প্রিয়জন ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

দিনের বেলা খাওয়ার সময় টিকটিকির আওয়াজ শুনতে যদি পান তবে বুঝে যাবেন যে শীঘ্রই কোনও সুখবর বা লাভ হতে পারে। যদিও এটা খুব কমই হয়, কারণ টিকটিকি শুধুমাত্র রাতেই ডাকে।

 

ঘাড়ে টিকটিকি পড়ার অর্থ সম্মান বাড়বে। ভ্রু-তে টিকটিকি পড়লে অর্থহানি হতে পারে। ডান কাঁধে টিকটিকি পড়লে কোনও মামলায় জয়লাভ হতে পারে। বাম কাঁধে টিকটিকি পড়লে নতুন শত্রুর সৃষ্টি হয়। ডান হাতে টিকটিকি পড়লে ধনপ্রাপ্তি হয়। বাম হাতে পড়লে সম্পত্তি আপনি ভ্রমণে সুবিধা দেয়। কোন অঙ্গে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top