নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া, ৬ই ডিসেম্বর : বাঁকুড়া শহরের যত্র তত্র ঘুরে বেড়াচ্ছে শূকর। মানুষ এখনো শৌচকর্ম সারছেন খোলা মাঠ বা পুকুরের পাড়ে। নিজের চোখে এই ঘটনা দেখে বিস্মিত জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস। এই ঘটনা দ্রুত বন্ধ করতে বাঁকুড়া পৌরসভাকে নির্দেশ দিলেন তিনি।
বৃহস্পতিবার সকালে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত, উপ পৌরপ্রধান দিলীপ আগরওয়াল সহ জেলা ও পৌরসভার আধিকারীকদের নিয়ে শহরের লোকপুর এলাকা পরিদর্শণে যান জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস। সেখানে পৌঁছে তাঁর নজরে পড়ে অবাধে ঘুরে বেড়ানো শূকর থেকে খোলা মাঠে প্রাতঃকৃত্য সারতে আসা মানুষদের। জেলাশাসক হিসেবে ডাঃ উমাশঙ্কর এস এই জেলায় আসার পর অবাধে শূকর ঘুরে বেড়ানো ও যত্র তত্র আবর্জনা ফেলা বন্ধের নির্দেশ দেন। তারপরেও এই ঘটনায় বিস্মিত তিনি। পৌরসভার দায়িত্বশীল ভূমিকা নিয়েই ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।