দিল্লী – দিল্লির শাহদারায় একটি আবাসিক ভবনের নিচতলায় ই-রিকশা চার্জ দেওয়ার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুই শিশুসহ অন্তত ছয়জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের দ্রুত জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় পরিবারটি পাশের ঘরে ঘুমিয়ে ছিল। অগ্নিকাণ্ডে ৩০ বছর বয়সী সানি নামে একজন ব্যক্তির শরীরের ৫ থেকে ১০ শতাংশ অংশ পুড়ে গেছে।প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয়েছে একটি শর্ট সার্কিট থেকে। দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও ফরেনসিক টিম উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করেছে।স্থানীয় বাসিন্দারা জানায়, নিচতলায় থাকা ই-রিকশাগুলোর চার্জিং ব্যবস্থা ছিল অনিরাপদ এবং এ নিয়ে আগে একাধিকবার সতর্কতাও দেওয়া হয়েছিল।পুলিশ ও দমকল বিভাগ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে।
