নিজস্ব সংবাদদাতা,মালদা, ১২ই ডিসেম্বর :প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত গ্রামে শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অনুপ্রেরণায় মালদা জেলার হবিবপুর ব্লকের আকতইল গ্রাম পঞ্চায়েতের লালডোবরা গ্রামে তৈরী করা হল শিশু আলয় । আলয়ের মাধ্যমে শিশুদের আগামীদিনে শুভ বুদ্ধির বিকাশ ঘটবে বলে বিশেষজ্ঞ মহলের ধারনা।
৩ থেকে ৬ বছরের শিশুদের খেলাধুলা ছাড়া শেখানো হবে গুরুজনদের সাথে কিভাবে আচারন করতে হবে এছাড়া নিজের শরীরের যত্ন কিভাবে নিতে হবে।।জেলার একমাত্র শিশু আলয় উদ্ধোধন করে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল জানান আধিবাসী অধ্যুষিত এলাকায় এই শিশু আলয়টি চালু হয়। জেলার প্রত্যন্ত এলাকাতে এমন আরো শিশু আলয় তৈরীর পরিকল্পনা রয়েছে। আইসি ডিএস কর্মীরা এই শিশু আলয়টি পরিচালনা করবে।
আইসিডিএসের সুপারভাইজার রুমা বন্দ্যোপাধ্যায় জানান আধিবাসী সম্প্রদায়ের শিশুদের বিকাশ বর্তমান সমাজে অনেকটাই কম। এমন উদ্যোগে শিশুদের বিকাশ ঘটবে। মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী।