“শেখ শাহাজান আমাকে ফোনে হুমকি দেয়নি ,কোন একজন ফোন ধরিয়ে দিয়েছে ,রাজনীতি চাই না প্রশাসন নিরাপত্তা দিচ্ছে” খোদ ব্যবসায়ী রবিন মন্ডল জানালেন!

“শেখ শাহাজান আমাকে ফোনে হুমকি দেয়নি ,কোন একজন ফোন ধরিয়ে দিয়েছে ,রাজনীতি চাই না প্রশাসন নিরাপত্তা দিচ্ছে” খোদ ব্যবসায়ী রবিন মন্ডল জানালেন!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর ২৪ পরগনা- উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার নেজাট থানার পুরাতন সরবেরিয়ার ঘটনা। জেলে বসে শেখ শাহাজানের হুমকি ফোন নিয়ে
শেখ সাহাজানের স্ত্রীর তাসলিমা বিবি ব্যবসায়ীর বিরুদ্ধে ২৫ লক্ষ টাকা আর্থিক তছরূপের অভিযোগ করলেও পাল্টা তিনি এখনো অভিযোগ করেননি। পুলিশ তদন্ত শুরু করেছে।


বছর ঘুরতে না ঘুরতে, উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি আবার যেন  খবরের শিরোনামে। আর আকাশে বাতাসে শেখ শাহজানের অনুগামীদের হুমকি আসছে এমনই অভিযোগ ব্যবসায়ী তথা মন্ডল পরিবারের সদস্যদের । কলকাতা বাসন্তী হাইওয়ে সরবেড়িয়া শেখ শাহাজানের নামে একটি মাছের আরত রয়েছে ২০১১ সালে সাড়ে তিন ভিঘে জমি ছিল রবিন মন্ডল এর পরিবারের কাছে । দখল করে নিয়েছে ইতিমধ্যে তারা জমি ফেরত পেতে বিডিও বি এল আর ও এমন  সিবিআই বিডি দপ্তরে অভিযোগ দায়ের করেছেন । রাজনীতি অভিযোগ আসছিল শেখ সাহাজান সেন্ট্রাল জেলে বসে রবিন মন্ডলকে ফোনে হুমকি দেন যে আগামী চার মাসের মধ্যে ফিরে আসছি সাবধানে থাক। বাড়ি ভাঙচুর লুটপাট এমনকি থাকতে পারবি না। সেই অভিযোগ নস্যাৎ করলেন খোদ ব্যবসায়ী রবিন মন্ডল তিনি বলেন মফিজুল মোল্লার ফোনে ফোন করে হুমকি দেয়া হয়েছিল আমাকে ফোন করেননি। ২০১১ সাল থেকে আমি মাছের আরতে লেখালেখির কাজ করি। আমার বিরুদ্ধে তার স্ত্রী তাসলিমা বিবি, ব্যবসায়িক হিসাব-নিকাশ নিয়ে যে ঘটনা ২৫ লক্ষ টাকার আত্মসাৎ এর অভিযোগ এনেছেন আমি এখন অভিযোগ করিনি। তাদের বিরুদ্ধে আমরা কোন রাজনীতি চাই না আমাদের কাছে সবাই সমান আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি, আমাদের জমি ফেরত চাই প্রশাসন কাজ করছে জানিয়ে দিলেন রবীন বাবু। পাশাপাশি তার ভাই নির্মল কুমার মন্ডল বলেন আমরা কোন রাজনৈতিক রঙ চাই না আমরা কোন রাজনীতি করি না। এর মধ্যে রাজনীতি ঢুকুক আমরা চাই না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top