শেয়ালের কামড়ে আহত তিন। গুরুত্বর আহত একজন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার তিওরপাড়া এলাকায়। ঘটনায় এলাকায় আতঙ্কের স্টিসটি হয়েছে । আক্রমনাত্বক শেয়ালকে ধরতে খবর দেওয়া হয় বন দপ্তরকে।
জানা গিয়েছে আহতের নাম অমিত চৌধুরী। সে স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীতে পড়াশোনা করে। তার আত্মীয়রা জানায়। সোমবার সে স্থানীয় পুকুরে স্নান করছিলো। সেই সময় হঠাৎ একদল শেয়াল তার ওপর হামলা চালায়। তার মুখে ও কানে কামড় দেয়। ঘটনার চিৎকারে স্থানীয় আরও দুইজন তাকে বাঁচাতে ছুটে গেলে তাদেরকও কামড়ায়। এরপর তাদের চিৎকারে গ্রামবাসীরা আগুন লাঠি বল্লম নিয়ে আসলে শেয়ালের দল পালিয়ে যায়। আহত তিনজনকে গ্রামবাসীরা উদ্ধার করে স্থানীয় মানিকচক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ও একজন সেখানে চিকিৎসাধীন। গুরুত্বর আহত একজনকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গ্রামবাসীদের অভিযোগ এই এলাকায় বেশ কিছুদিন থেকে শেয়ালের উপদ্রব বেড়ে গিয়েছে। ফলে সন্ধ্যা নামতে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে শেয়ালের দল। বার বার বনদপ্তরকে জানালেও তারা শেয়াল ধরা বা কোন পদক্ষেপ নেয়নি। ফলে এদিন এধরনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা তিওরপাড়া গ্রাম।