শেয়াল মেরে ফেসবুকে ছবি দিয়ে বিপাকে যুবক

0
188

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর, ২৪শে নভেম্বর : দুটি শিয়ালকে মেরে মৃত জন্তু দুটির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল এক যুবক। ছবিটি ভাইরাল হতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম বিকি সরকার l বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপনের ভাদ্রাইল গ্রামে l তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে।ভাদ্রাইল গ্রাম থেকে শিয়ালের মাথা ও হাড়গোড়ও উদ্ধার হয়েছে।