ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা কবে, মধ্যশিক্ষা পর্ষদ

ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা কবে, মধ্যশিক্ষা পর্ষদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

স্কুলের বিভিন্ন ক্লাসের জন্য ঘোষণা হল পরীক্ষার সূচি। রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা গ্রহণের সময়সূচি দিয়ে বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। তাতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভের পাশাপাশি ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার সম্ভাব্য সময়ের কথাও জানানো হয়েছে।

 

পর্ষদের উপ-সচিব ঋতব্রত চট্টোপাধ্যায়ের মঙ্গলবারের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার সময়সূচি সব স্কুলকে মানতে হবে। সেই সঙ্গে প্রতিটি স্কুলকে নিজের পড়ুয়াদের জন্য প্রশ্নপত্র তৈরি করতে হবে। প্রশ্নপত্রর উপর লিখতে হবে স্কুলের নাম।

 

পর্ষদের ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন ক্লাসের পর্যায়ভিত্তিক সিলেবাস, নম্বর বিভাজন এবং প্রশ্নর নমুনা কাঠামো মেনে চলার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পড়ুয়ারা কতটা পড়েছে ও শিখেছে, সে কথা মাথায় রেখেই সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা উচিত। ষষ্ঠ থেকে দশমে শ্রেনীর মূল্যায়ন পদ্ধতি পুরো সিলেবাসের ভিত্তিতে তৈরি হবে।

আরও পড়ুন – আইপিএল-এর ১৪ বছরের মেগা ফাইনাল

উল্লেখ্য, ষষ্ঠ থেকে দশমের প্রথম সামেটিভ পরীক্ষা ৭ মে-র মধ্যে সম্পন্ন করতে হবে পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী। দ্বিতীয় সামেটিভ পরীক্ষার সময়সীমা ২০ অগস্টের মধ্যে। ষষ্ঠ থেকে নবমের তৃতীয় সামেটিভ পরীক্ষার আয়োজন করতে হবে ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে। আর ১৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নিতে হবে দশমের টেস্ট পরীক্ষা।

তবে পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর বক্তব্য, ‘করোনা পরিস্থিতিতে এ বছর শিক্ষাবর্ষ শুরু হয়েছে এক মাস দেরিতে। সে ক্ষেত্রে ষষ্ঠ থেকে নবমের তৃতীয় সামেটিভ পরীক্ষা ৭ ডিসেম্বরের পর শুরু হলে পড়ুয়ারা আরও কিছু দিন বাড়তি পড়াশোনার সুযোগ পেত।

 

শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারীর বলেন, ‘রাজ্যের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্কুলের সঙ্গেই পঞ্চম শ্রেণি রয়েছে। অথচ পর্ষদের নির্দেশিকায় পঞ্চম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়নের উল্লেখ নেই। কোন সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা হবে? প্রতিটি শ্রেণির জন্য সেতু পাঠ্যক্রম দেওয়া হয়েছিল। তারই বা কী হবে, এই ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা প্রয়োজন।’ মধ্যশিক্ষা পষর্দের এক কর্তা অবশ্য পঞ্চম শ্রেণি নিয়ে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের টানাপড়েনের কথা স্বীকার করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top