সচিন পুত্র তার কেরিয়ার শুরু করল শূন্য দিয়ে

0
104

 

কিংবদন্তী সচিন তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন ডবল ডিজিট (১৫) দিয়ে। আর সচিন পুত্র তার কেরিয়ার শুরু করল শূন্য দিয়ে। অনূর্ধ্ব ১৯ শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে ১১ বল খেলে কোন রান না করেই প্যাভিলিয়নে ফিরল বাঁ-হাতি তেন্ডুলকর। প্রথম ইনিংসে বলে এক উইকেট আর ব্যাটে ‘শূন্য রান’ আপাতত এটাই অর্জুন তেন্ডুলকরের স্কোরকার্ড।খেলার গতিপ্রকৃতি যে দিকে এগোচ্ছে তাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসে জেতার পথে অনূর্ধ্ব ১৯ ভারত। যার ফলে দ্বিতীয়বার ব্যাটের সুযোগ পাবে না অর্জুন। সে ক্ষেত্রে নিজের  আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ম্যাচ স্মরণীয় করতে বলেই বাজি মারতে হবে সচিন পুত্রকে।