তৃণমূলের সভায় হাজির শ্রাবন্তী চ্যাটার্জি, চড়ছে জল্পনা । দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সভায় হাজির শ্রাবন্তী চ্যাটার্জি। তাহলে কি জল্পনার অবসান? যোগ দেবেন তৃণমূলে? সম্প্রতি এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। জানা গিয়েছে, ক্যানিং সাব ডিভিশনের ৪ বিধায়ককে সংবর্ধনা জানাতেই এই সভা।
শ্রাবন্তী ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন অভিনেতা ঋত্বিকা সেন। এছাড়াও ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস, বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল, গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতা-কর্মী। গোসাবার সভায় এসে অভিনেতা শ্রাবন্তী চ্যাটার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেন।
নভেম্বরের শুরুতেই বিজেপি ত্যাগ করেন অভিনেতা। টুইটে শ্রাবন্তী লিখেছিলেন, ‘যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। বাংলার জন্য তাদের উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত।’ এরপরই অভিনেতার তৃণমূলে যোগের জল্পনা বেড়ে গিয়েছিল। তবে শ্রাবন্তীকে জিজ্ঞেস করলে তিনি জানিয়েছিলেন, সময়ে সবটা জানতে পারবেন।
আরও পড়ুন পুরভোটের প্রার্থীতালিকা প্রকাশের পর যা বললেন অধীর চৌধুরী
সোমবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের মসজিদবাটিতে ক্যানিং মহকুমার চার তৃণমূল কংগ্রেস বিধায়কের সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। সভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের অনুরোধে গান করেন তিনি। তবে শেষ হওয়ার আগে মঞ্চ ছেড়ে কলকাতার দিকে রওনা হন।তবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি গোসাবা তৃণমূলের প্রাক্তন বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যুর পর।
উপনির্বাচন হয় এই কেন্দ্রে। এই কেন্দ্র উপ নির্বাচনের পর নতুন বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন সুব্রত মন্ডল। এদিন সভা মঞ্চ থেকে প্রায়াত প্রাক্তন বিধায়কের প্রতি সমবেদনা জানানো হয় এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা,ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস প্রমূখ।