সম্পত্তির কারণে 80 বছরের এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল নিজের মেয়ে এবং নাতি বউ এর বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার হাঁসখালি থানার হরিণডাঙ্গা গ্রামে। বৃদ্ধার নাম এলোকেশী খা।
অভিযোগ প্রায় 30 বছর আগে ওই বৃদ্ধার স্বামীর মৃত্যুর পর ছোট মেয়ে মিনা বিশ্বাসের কাছে তিনি থাকেন। ছোট মেয়েকে সমস্ত সম্পত্তি লিখে দেবেন এই ভয়ে ঐ বৃদ্ধার বড় মেয়ে রিনা চৌধুরী গত 24 জুলাই মঙ্গলবার বিকেলে বৃদ্ধাকে একা পেয়ে মারধর করে বলে অভিযোগ। বৃদ্ধা জানান, ঘটনার দিন তার বড় মেয়ে রিনা চৌধুরী এবং নাতি বউ নীলিমা চৌধুরী চেপে ধরে গলা টিপে তাকে জোরপূর্বক সাদা কাগজে টিপসই দিয়ে নেন। এরপর হাঁসখালী থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ না নেওয়ায় ,তিনি রানাঘাট মহকুমা আদালতে তার বড় মেয়ে এবং নাতি বউয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মারধরের পর তিনি ভয়ে বাড়ি ছাড়া হয়ে অন্য এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন । যদিও মারধরের ঘটনা অস্বীকার করেছেন নাতি বউ।