সাইন টিভি বাংলার করা খবরের জেরে সারা দিল প্রশাসন। তড়িঘড়ি শুরু হলো ইসলামপুর কলাডাঙ্গা ঘাটের ভৈরব নদের ব্রিজ মেরামতের কাজ।

সাইন টিভি বাংলার করা খবরের জেরে সারা দিল প্রশাসন। তড়িঘড়ি শুরু হলো ইসলামপুর কলাডাঙ্গা ঘাটের ভৈরব নদের ব্রিজ মেরামতের কাজ।

 

28 জুলাই সাইন টিভি বাংলার ক্যামেরায় প্রথম ধরা পড়ে বালিরঘাটের থেকে বড় ইসলামপুর কলাডাঙ্গা ঘাটের ভৈরব নদের ব্রিজ ভাঙ্গার চিত্র। আশঙ্কাজনক অবস্থায় ব্রিজের এই দশা দেখে  পথচারীদের সমস্যা শুনতে ঘটনাস্থলে হাজির হন সাইন টিভি বাংলার প্রতিনিধি। আর সেই চিত্র ক্যামেরাবন্দি করে দেখানো হয় চ্যানেলে তারপর থেকেই নড়ে বসেন প্রশাসনিক বিভাগ পূর্ত দপ্তর। পাশাপাশি নজরদারি ছাড়াও অতিরিক্ত জট এড়াতে এলাকায় নজরদারি রাখেন পুলিশ। মোতায়েন করা হয় ব্রিজের দুই প্রান্তে অতিরিক্ত দুইজন করে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশকর্মী। মঙ্গলবার ঘটনাস্থলে আবারো সাইন টিভির ক্যামেরা দেখে হাসিমুখে ধন্যবাদ জানাই কর্তৃপক্ষ ও সংবাদ প্রতিনিধিদেরকে স্থানীয় বাসিন্দা সহ পথচারীরা একই বক্তব্য , অনেক বড় দুর্ঘটনা হাত থেকে বাচিয়েছে সকলকে সাইন টিভি বাংলার খবর , তাই ধন্যবাদ জানাই সাইন বাংলাকে ও তার টিমকে।