সামাজিক সুরক্ষা যোজনার এনরোলমেন্টের ক্যাম্প হলো বহরমপুর ব্লকে l বহরমপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রাখি পাল জানান ১০০০জন মানুষকে এই স্কীমে এনরোলমেন্ট দেওয়া হবে ,যারা আগে আবেদন করেছেন তারা আগে এই যোজনার অন্তর্ভুক্ত হবেন l এই ক্যাম্পে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক,মহকুমা শাসক সহ প্রমুখ বিশিষ্ট বেক্তিবর্গ l