সামাজিক সুরক্ষা যোজনা বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্রসদনে

নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ২৮শে নভেম্বর :পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে সামাজিক সুরক্ষা যোজনা বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্রসদনে।
বুধবার আয়োজিত এই শিবিরে এস এল ওরা কিভাবে কাজ করবে টা নিয়ে তাদের প্রশিক্ষন দেন জেলা প্রশাসনিক আধিকারিক ও শ্রম দপ্তরের আধিকারিকেরা। জেলায় এখনও পর্জন্ত ২৮৬ জন এস এল ও নিয়োগ করা হয়েছে জারা পঞ্চায়েতস্তরে ও পৌরসভা এলাকা গুলিতে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে চালাবে এবং যাদের সামাজিক সুরক্ষা কার্ড নেই তাদের ফর্ম ফিলাপের মাধ্যমে সেই কার্ডের ব্যবস্থা করবে ।
এদিন অনুষ্ঠানে জেলাশাসক পি উপ্লানাথন জানান এখনও পর্জন্ত জেলায় প্রায় ৭ লক্ষের উপর শ্রমিক পরিবারকে এই সামাজিক সুরক্ষা প্রকল্পের আয়োতাই আনা সম্ভব হয়ে, তাই প্রায় সাড়ে ৭ থেকে ৮ লক্ষ পরিবার এখনও বাকি রয়েছে। বাকি শ্রমিক পরিবারকে খুব দ্রত সেই কাজ সম্পুর্ন হবে। তিনি আরও বলেন গত বছর যেখানে কেবলমাত্র ২৩ হাজার কার্ড দেওয়া হয়েছিল, সেখানে এই বছর ৩ লক্ষ কার্ড দেওয়া হয়েছে।