ওপর থেকে দেখে ঝাঁ চকচকে মনে হলেও ভেতরে রয়েছে যথেষ্টই গলদ- পৌরবাসীর একাংশের এমনই অভিযোগ বহরমপুর পৌরসভার বিরুদ্ধে। বারবার পৌর কর্তৃপক্ষকে এলাকাবাসীর তরফ থেকে সমস্যার কথা জানানো হলেও কোনো ভ্রুক্ষেপই নেই পৌরসভার বলে অভিযোগ স্থানীয়দের।
পায়ের নিচে রাস্তা বা মাথার ওপর লাইটের সমস্যা না থাকলেও শহরের বিভিন্ন এলাকায় জল নিকাশি ব্যবস্থা রয়েছে নেহাতই শোচনীয় অবস্থায়। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। ফলে প্রতিপদে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। বৃষ্টির ফলে রাস্তা ও রাস্তা সংলগ্ন হাইড্রেন মিলেমিশে হয় একাকার। পথচলতি মানুষেরা প্রায়শই শিকার হয় দুর্ঘটনার। সামান্য বৃষ্টিতেই ড্রেন ছাপিয়ে আবর্জনাময় জল ঢোকে বাড়িতে। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হয় ওই সমস্ত এলাকার বাসিন্দাদের। রাস্তা সংলগ্ন ড্রেন তো রয়েছে কিন্তু রাস্তার জল ড্রেনে নামা তো দূরের কথা বরং ড্রেনের জল ঢোকে বাড়িতে- কারণ নিকাশি ব্যবস্থার চরম দুরবস্থা ওই সমস্ত এলাকায়। এবিষয়ে বারবার পৌরসভার দ্বারস্থ হয়েও সমস্যার কোনো সমাধান জোটেনি আজও- বলে অভিযোগ স্থানীয়দের। সমস্যা সমাধানের অপেক্ষায় রয়েছেন তারা গত ২৫ বছর ধরে- চরম দুরবস্থায় পড়ে বহরমপুর পৌরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে এলো পৌরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মুখে।