সায়ন্তর ‘নিশানায়’ প্রত্যুষা?

সায়ন্তর ‘নিশানায়’ প্রত্যুষা?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – বিপাকে সায়ন্ত মজুমদার। তিন প্রাক্তন প্রেমিকা একসঙ্গে অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে। হচ্ছে নানা কথা। প্রথম প্রাক্তন দেবচন্দ্রিমা সিংহ রায় ইঙ্গিত দিয়েছিলেন সায়ন্তর জীবনে নাকি অন্য কেউ এসেছে আবারও! সেই ‘নতুন’ ব্যক্তি কি প্রত্যুষা পাল? সামাজিক মাধ্যমে এই দাবি করে, অবনেক ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে।

ঘুরে বেড়াচ্ছে তাঁদের দু’জনের বেশ কিছু ছবিও। এ নিয়ে যখন চারিদিকে হইহই ঠিক তখনই মুখ খুললেন প্রত্যুষা।



সায়ন্তর সঙ্গে প্রেমের সম্পর্ক জোর গলায় অস্বীকার করেছেন তিনি। এও জানিয়েছেন সায়ন্তকে তিনি চেনেন, এ কথা মিথ্যে নয়। তবে তাঁদের দু’জনের মধ্যে প্রেমঘটিত কোনও সম্পর্ক নেই। প্রত্যুষার কথায়, “ফেসবুকে কয়দিন ধরে একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। আমি ভীষণ বিরক্ত। বলে রাখি, সায়ন্তর সঙ্গে আমার কোনও লিঙ্ক নেই। ওর সঙ্গে আমি দুটো কাজ করেছি। হ্যাঁ অনেকদিন ধরেই চিনি। প্রচুর কাজের জায়গায় দেখা হয়েছে। কিন্তু এর বেশি আর কিচ্ছু নেই আমাদের মধ্যে।”



এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “আমার ইমেজ ব্যবহার করে কী শুরু হয়েছে? যে ছবিটা ব্যবহার হচ্ছে সেটিও তো আমাদের কাজের। আমি আমার দিক থেকে পরিস্কার করলাম। এ ধরনের মিথ্যে কথা ছড়াবেন না।”



বছর দেড়েক আগেই হইচইয়ের এক প্রজেক্টে একসঙ্গে কাজ করেছিলেন সায়ন্ত ও প্রত্যুষা। সেখানেরই কিছু ছবি নতুন করে ভাইরাল হয়েছে। প্রত্যুষার দাবি সায়ন্তর সঙ্গে তাঁর পরিচিতি ছাড়া আর কিছুই নেই। কোনও ভাবেই প্রেমিকা দৌড়ের অংশ নন। অভিনেতা ফারহান ইমরোজের সঙ্গে একটা দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে ছিলেন প্রত্যুষা। যদিও সেই প্রেম ভেঙে যায়। একটা সময় লিড চরিত্রে কাজ করলেও এই মুহূর্তে তাঁর কাজের গতি খানিক কম। অন্যদিকে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না সায়ন্তর। আট দিন অতিক্রান্ত। ভ্লগ থেকে কোনও নতুন ভিডিয়ো আসেনি তাঁর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top