দাম্পত্য কলহ মেটাতে সালিশি সভা। সেই সভাতেই দুই পক্ষের মারামারি। জখম এক গর্ভবতী মহিলা সহ দুই পরিবারের 11 জন। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার বাটনা এলাকায়। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে চোর কি ভিটা গ্রামের বাসিন্দা ইনসান আলীর সাথে বিয়ে হয় সাহেবা বিবি র। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেছিল। দুই পরিবারের মধ্যস্থতায় মাঝে মাঝে তা মিটমাট হলেও কোন সুরাহা হয়নি। শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্যে আবার বিবাদ বাধে। এই খবর পেয়ে স্ত্রীর বাড়ির লোকেরা চড়াও হয় স্বামীর বাড়িতে। সেই সময় প্রতিবেশীদের মধ্যস্থতায় তা মিটে যায়। শনিবার রাতে গ্রামে বসে সালিশি সভা। সেই সভাতেই বাদানুবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ। শুরু হয়ে যায় মারামারি। এই ঘটনায় উভয়পক্ষের ১১ জন আহত হয়েছে।