বীরভূমের সিউড়ি থানার লাঙ্গুলিয়া গ্রাম থেকে উদ্ধার আটটি তাজা বোমা।লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে 100 মিটারের মধ্যে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। পুলিশ এসে বমা গুলি নিষ্কৃয় করে
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এক জন গ্রামবাসী রাস্তা দিয়ে জাওয়ার সময় বোম গুলি দেখতে পাই, এর পরই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়।ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ পৌঁছায় এবং বোমা গুলিকে উদ্ধার করে নিয়ে আসে।স্থানীয় বাসিন্দাদের মতে, স্কুলের ঠিক পিছনে রয়েছে বালিঘাট।সেই বালি ঘাটের দখলের জন্য এই বোমা তৈরি করা হচ্ছিল।এই ভাবে স্কুলে 100 মিটারের মধ্যে দেখে বোম উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্কুল ছাত্র ছাত্রীরা।এ বিষয়ে এক স্কুলছাত্র জানায়,”সকালে গ্রামে শুনলাম স্কুলের রাস্তার পাশে বোমা পাওয়া গেছে, তাই ভয়ে বাবাকে বললাম স্কুল নামিয়ে দিয়ে আসতে।”অন্যদিকে এক গ্রামবাসী কিশোর রাম দাস বলেন,”আজ সকালে রাস্তার পাশের জঙ্গলে আটটি বোমা পড়ে থাকতে দেখি।পরে পুলিশ আসে এবং বোমা গুলোকে উদ্ধার করে নিয়ে যায়।স্কুলের পিছনের বালি ঘাটের ছেলেরা তাদের ক্ষমতা জাহির করার জন্যই বোমা মজুদ করছিল বলে মনে হচ্ছে ।” বমা গুলি কি ভাবে এখানে এল তার তদন্তে নেমেছে পুলিশ